স্টাফ রিপোর্টার
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসির ডেপুটি কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী ফারজানা সাকির বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে ভুক্তভোগী জোবায়ের আহমেদ নামক এক চিকিৎসক মামলাটি দায়ের করেন।
এদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
ভুক্তভোগী মামলার বাদী চিকিৎসক জোবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকি তার নামে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি খুলে মিথ্যা অভিযোগ করেন। আমার পরিবার এ বিষয়ে ২০১১ সালের ২৯ নভেম্বর তাকে লিগ্যাল নোটিশ দেয়। লিগ্যাল নোটিশ দেয়ার পর সাকি বিষয়টি মন্ত্রীকে জানিয়ে আমার বাবাকে হুমকি দেয়। এরপর দেশে ফিরে ২০২২ সালের ৬ ডিসেম্বর মন্ত্রীর বান্ধবী সাকির নামে একটি জিডি করি। পরে মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশে সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম আমাকে তার অফিসে ডেকে নেয়।
সেখানে ডিসি নাজমুল আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। মারধর করার সেই ভিডিও ধারণ করে। ওই সময় সেখানে মন্ত্রীর বান্ধবী সাকিও উপস্থিত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, মারধর করার পরদিন সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল আমাকে ফোন দিয়ে মামলা-মোকদ্দমা করার ভয় দেখান। এরপর আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেয়। ডিসি নাজমুলের কারণে জাপান যাওয়ার কথা থালেও যেতে পারিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার চাই আমি।
এ বিষয়ে বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল ও ফারজানা সাকির বিরুদ্ধে মামলার আবেদন করি। আদালত মামলার প্রাথমিক সত্যতা পেয়েছেন। মামলাটি গ্রহণ করেছেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালে ১৫ ডিসেম্বর সিটিটিসির অফিসে ডেকে নিয়ে ভিকটিম ও মামলার বাদী চিকিৎসক জোবায়ের আহমেদকে ওপর শারীরিক নির্যাতন ও নিপীড়ন চালায় ডেপুটি কমিশনার নাজমুল। ওই সময় তাকে সহযোগিতা করেন সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকি।
এছাড়াও সিটিটিসি'র ডিসি নাজমুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-নিপীড়ন ও নির্যাতনের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা রয়েছে।
এমএস
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসির ডেপুটি কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী ফারজানা সাকির বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে ভুক্তভোগী জোবায়ের আহমেদ নামক এক চিকিৎসক মামলাটি দায়ের করেন।
এদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
ভুক্তভোগী মামলার বাদী চিকিৎসক জোবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকি তার নামে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি খুলে মিথ্যা অভিযোগ করেন। আমার পরিবার এ বিষয়ে ২০১১ সালের ২৯ নভেম্বর তাকে লিগ্যাল নোটিশ দেয়। লিগ্যাল নোটিশ দেয়ার পর সাকি বিষয়টি মন্ত্রীকে জানিয়ে আমার বাবাকে হুমকি দেয়। এরপর দেশে ফিরে ২০২২ সালের ৬ ডিসেম্বর মন্ত্রীর বান্ধবী সাকির নামে একটি জিডি করি। পরে মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশে সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম আমাকে তার অফিসে ডেকে নেয়।
সেখানে ডিসি নাজমুল আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। মারধর করার সেই ভিডিও ধারণ করে। ওই সময় সেখানে মন্ত্রীর বান্ধবী সাকিও উপস্থিত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, মারধর করার পরদিন সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল আমাকে ফোন দিয়ে মামলা-মোকদ্দমা করার ভয় দেখান। এরপর আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেয়। ডিসি নাজমুলের কারণে জাপান যাওয়ার কথা থালেও যেতে পারিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার চাই আমি।
এ বিষয়ে বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে সিটিটিসির ডেপুটি কমিশনার নাজমুল ও ফারজানা সাকির বিরুদ্ধে মামলার আবেদন করি। আদালত মামলার প্রাথমিক সত্যতা পেয়েছেন। মামলাটি গ্রহণ করেছেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালে ১৫ ডিসেম্বর সিটিটিসির অফিসে ডেকে নিয়ে ভিকটিম ও মামলার বাদী চিকিৎসক জোবায়ের আহমেদকে ওপর শারীরিক নির্যাতন ও নিপীড়ন চালায় ডেপুটি কমিশনার নাজমুল। ওই সময় তাকে সহযোগিতা করেন সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকি।
এছাড়াও সিটিটিসি'র ডিসি নাজমুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-নিপীড়ন ও নির্যাতনের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা রয়েছে।
এমএস
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৭ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৮ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
১১ ঘণ্টা আগে