আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আজ থেকে শুরু হলো নাশিদ সন্ধ্যা। ৫ দিন ব্যাপি চলবে এই সংগীতায়োজন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি বই মেলায় প্রথম দিনের মতো শুরু হয়েছে নাশিদ সন্ধ্যা। ইসলামী বইমেলা বাস্তবায়ন উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এই নাশিদ সন্ধ্যা চলবে ৫ দিন। প্রতিদিন মাগরিবের পর থেকে শুরু হবে নাশিদ পরিবেশনা। ২৫, ২৬, ২৭ সেপ্টেম্বর এবং ২ ও ৩ অক্টোবর চলবে এই নাশিদ সন্ধ্যা।
৫ দিন ব্যাপি চলা এই নাশিদ সন্ধ্যায় সারাদেশের শীর্ষ স্থানীয় নাশিদ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। শিল্পীরা হলেন, গাজী আনাস রওশান, আবু উবাইদা, মুহা. আবদুর রহমান হোসাইনী, মুহা. আবুল কালাম নেছারী, মুহা. আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল কুরাইশ, আব্দুল্লাহ আল যায়েদ, মুহাম্মদ আবদুল মুনয়িম খান, মাহমুদ হুযায়ফা, মুহা. নেছারুদ্দীন, মুহা. মুহিব্বুল্লাহ আল মাহদী, কারী আবু ছালেহ মুহাম্মদ হোসাইন, তাকি উসমানী তাকিব ও আব্দুল্লাহ আল হুজায়ফা।
সন্দীপন প্রকাশনীর স্বত্বাধিকারী রোকন উদ্দীন আমার দেশকে জানিয়েছেন, এই নাশিদ সন্ধ্যা মেলায় আগত পাঠক, দর্শনার্থী ও ক্রেতাদের উজ্জীবিত করে তুলবে এবং মেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।

