গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: প্রেসক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে সমালোচনা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২২: ০৯

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ সাংবাদিকদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। এতে একটি মাত্র দল অতিথি রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সমালোচনাও হচ্ছে।

বুধবার জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) এবং জুলাই ঐক্য নামে পৃথক দুইটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ অভিযোগ ও সমালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং শহীদ সাংবাদিকদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে অতিথি রাখা হয়েছে শুধু একটি দলের। অন্যান্য দল ও জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীজনদের এখানে রাখা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত