আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাকা না পেয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাংচুর

আমার দেশ অনলাইন
টাকা না পেয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাংচুর

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাংচুর করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের কিছু আহতরা।

মঙ্গলবার সন্ধ্যায় বারডেম হাসপাতালের পাশে অবস্থিত কার্যালয়টিতে তালা লাগিয়ে ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ সময় উত্তেজিত হয়ে উপস্থিত ২০ থেকে ২৫ জন ‘জুলাই যোদ্ধা’ অফিস ভাংচুর করেন।

বিজ্ঞাপন

আহতদের অভিযোগ, পুরোপুরি সুস্থ ব্যক্তিরা ফাউন্ডেশন থেকে টাকা পেয়েছে। কিন্তু প্রকৃত আহতদের এক লাখ টাকাও দেয়া হয়নি।

এ বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, “আহতদের অনেকে এখনো মানসিক ট্রমায় আছেন। তাদের এই রাগ ও ভাংচুরের একটি প্রেক্ষাপট আছে। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তারা উত্তেজিত ও হতাশাগ্রস্ত।”

তিনি বলেন, “আহতদের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে ব্যবধান রয়েছে। গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত ৮০৬ জনকে টাকা দেওয়া হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে। আমরা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন