রাজধানীতে নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ স্বজনদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৮: ১১

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এক ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতনে মৃত্যু অভিযোগ স্বজনদের । রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসা থেকে মো. নজরুল ইসলাম (৪৩) ফুটপাতে পুরি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বাসা থেকে বাসাবো ক্যাম্পে নিয়ে যাওয়ার পর উপর্যুপরি মারধর নির্যাতনে মৃত্যুর অভিযোগ স্বজনদের।

শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের মামা কামাল হোসেন বলেন, ভাগ্নে নজরুল ইসলাম পেশায় পুরি, সিঙ্গারার হোটেল ব্যবসায়ী । শুক্রবার দিবাগত রাতে এগারোটার দিকে সেনাবাহিনীর ৫-৬ জন এক ব্যক্তিকে আটক করে তাকেসহ নজরুলের বাসায় গিয়ে বাসা তল্লাশি করে মারধর করে ও বলতে থাকে তোর ঘরে আট হাজার ইয়াবা আছে অস্ত্র আছে। এবং তার ঘরে থাকা দেড় লক্ষ টাকা ও দুটি মোবাইলসহ তাকে ধরে নিয়ে বাসাবো ক্যাম্পে নিয়ে যায় ।

সেখানে তার স্ত্রী আকলিমা বেগমকে নিয়ে গিয়েছিল। নজরুল ইসলামকে উপর্যপরি মারপিট করার পরে সে অচেতন হয়ে পড়ে। পরে দুই হাজার টাকা তার স্ত্রী আকলিমা বেগমের হাতে দিয়ে মুগদা হাসপাতালে নিয়ে যেতে বলেন।

মৃত নজরুল ইসলাম মাদারীপুর জেলা কালকিনি উপজেলার পাঙ্গাইসা গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ চারতলা গলির একটি ভাড়া বাসায় পরিবারসহ থাকতো । দুই ছেলের জনক ছিলেন তিনি।

খিলগাঁও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইয়াবার ব্যবসা করতো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত