আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর মগবাজার আম বাগান এলাকায় পারভিন আক্তার (২৪)নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর একটার দিকে হাতিরঝিল থানার মগবাজার আমবাগান এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর ঝুলে থাকা দেহ উদ্ধার করে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে স্বজনরা। পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাবি নাদিরা বেগম বলেন, সকালে তার ছোট ভাইয়ের (নিহতের স্বামী) সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া হয়। এরপর তার স্বামী বাসার বাহিরে চলে যায়। এরপরই সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায় বলে ধারণা নিহতের ভাবীর। তিনি বলেন,পারিবারিক কোনো বিষয় নিয়ে কোন কলহ ছিল কিনা, জানা নাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহত গৃহিণী মাদারীপুর সদর উপজেলার ছিলাচর গ্রামের মৃত চান মিয়ার মেয়ে। তার স্বামীর নাম সাগর শরীফ। পেশায় প্রাইভেট কার চালক। মগবাজার আমবাগান চল্লিশ ঘর নামক স্থানে ভাড়া বাসায় স্বামীর সাথে থাকতেন। দুই ছেলের জননী ছিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন