রাজধানীর শ্যমপুরে সালাহউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. নূরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন তানভীর আহমেদ রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান আহমেদ রাসেল।
প্রধান অতিথি মো. নূরুল ইসলাম বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী সরকার সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। এ জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।
এ সময় যাত্রাবাড়ী-ডেমরার সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তি কামনা করে বলেন, ২৪ এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তোমাদের অবদান অনেক। এখন তোমাদের ঘরে ফেরার পালা। নিবিড়ভাবে পড়ালেখায় মন দাও। ভালো মানের পড়ালেখা করে তোমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমাদের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার মূল কারিগর।
বিশেষ অতিথি তানভীর আহমেদ রবিন বলেন, আগামীতে তোমরা শিক্ষার্থীরাই এই শ্যামপুর-কদমতলীতে নেতৃত্ব দিবে। আর সে জন্য এখন থেকেই তোমাদেরকে ভালোভাবে পড়ালেখায় মনোনিবেশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

