আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

রোববার বেলা সাড়ে বারোটায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান প্রথমে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করেন।

তবে পরে আবার জানান, সেনাবাহিনী সহায়তা চাওয়ায় তারা সাহায্য করেছেন।

তবে ঠিক কী কারণে এই অভিযান বা অভিযানের ফল কি, সে বিষয়ে কোনো কিছু জানাননি তিনি।

রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বর থেকে গ্রেপ্তার রয়েছেন হাজী সেলিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন