মেট্রোরেল চলাচলের সময় একঘণ্টা বাড়ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০১

মেট্রোরেল চলাচল সকালে চালুর ও রাতে বন্ধের সময় আধঘণ্টা করে মোট একঘণ্টা বাড়ছে। এছাড়া দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমিয়ে (পিক আওয়ারে) সোয়া ৪ মিনিট করা হচ্ছে। যাত্রী চাহিদা এবং আয় বৃদ্ধির বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ঢাকায় মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ ব্যবস্থা শুক্রবার থেকে পরীক্ষামূলক চলবে, যা দুই সপ্তাহ পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞাপন

সম্ভাব্য নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে, তা ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে। আর উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় রাত ৯টা থেকে বাড়িয়ে সাড়ে ৯টা করা হবে।

অন্যদিকে মতিঝিল থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায়, যা ছাড়বে সকাল ৭টায়। আর রাতে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় রাত ৯টা ৪০ মিনিট থেকে বাড়িয়ে ১০টা ১০ মিনিট করা হবে। সে হিসেবে মতিঝিল থেকে ছাড়া সর্বশেষ ট্রেনটি এখন রাত ১০টার পর উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায়, যা নতুন সময়সূচিতে হবে পৌনে ১১টা।

এছাড়া শুক্রবার বেলা ৩টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হয়, যা এগিয়ে বেলা আড়াইটায় করা হবে। একইভাবে রাতেও আধা ঘণ্টা ট্রেন চলাচলের সময় বাড়বে।

ডিএমটিসিএলের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, যাত্রী চাহিদা থাকলেও লোকবলের কারণে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর যায়নি এতদিন। আগামী শুক্রবার থেকে নতুন সূচিতে মেট্রোরেল চলাচল করবে। এতে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে, তেমনই আয়ও বাড়বে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত