নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজ বিস্ফোরিত হয়ে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মুড়ির কারখানা গলিতে জনৈক জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে প্রথমে প্রোআ্যাকটিভ, পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তারা ওই বাড়িতে দুটি রুমে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিকট শব্দ হয় ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কাঁচপুর ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

