পিএসসির নিয়োগ পরীক্ষায় দুই বদলি পরীক্ষার্থীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০: ৩২
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২০: ৩৯

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় দুই বদলি পরীক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন-২০২৩’ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে দুইজন ‘প্রক্সি’ পরীক্ষার্থীকে আটক করা হয়।

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান, যার রেজিষ্ট্রেশন নম্বর -০০২১৮৮ এর বদলি পরীক্ষা দিতে আসেন সিদ্ধান্ত সরকার, পিতা-রামপদ সরকার, মাতা-রেখা রাণী, জেলা বগুড়া এবং শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রকৃত পরীক্ষার্থী নৃপেন বিশ্বাস, যার রেজিষ্ট্রেশন নম্বর ০০৩০২০ এর বদলি পরীক্ষা দিতে আসেন দিপংকর বালা, পিতা বুদ্ধিমন্ত, মাতা-বিথীকা বালা, জেলা গোপালগঞ্জ।

তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।

তাছাড়া ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে আরেকজন পরীক্ষার্থী কিশোর বাড়ৈ রেজিস্ট্রেশন নম্বর ০০০৪৯৪ মোবাইলে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত