আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নির্বাচারে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ইসরায়েল যে পথে হাঁটছে ভারত একই পথে হাঁটার চেষ্টা করেছে। আমরা বলতে চাই ভারত যদি সেই পথে হাঁটে তাহলে আমরা কোনো মুসলমান ঘরে বসে থাকবো না। এজন্য ভারত যেন তাদের পথ থেকে সরে আসে আমরা সেই আহ্বান জানাই।

এসময় ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে সেই আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে শিশু ও নারীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব নিরব। পাখির মতো গুলি করে মারছে ফিলিস্তিনিদের, কিন্তু মুসলিম বিশ্বের এমন নিরবতা ভাবায়। এসময় ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্তি পাক’সহ ফিলিস্তিন নিয়ে বিভিন্ন স্লোগান তুলেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, ড. আল্লামা এনায়েত উল্ল্যাহ আব্বাসি, সৈয়দ মাওলানা হাসান আল আজহারী, মাওলানা আবুল কাশেম নুরী, শাইখুল হাদিস মইন উদ্দিন আশ্রাফি, মাওলানা জয়নাল আবেদিন আল কাদরী, অধ্যক্ষ, সৈয়দ ওসিউর রহমান আল কাদরী, ড.আব্দুর রহিম মস্তফা আল আজহারী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন