ঢামেকে এক কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২: ০৮
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ১৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সোহেল নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সাদেকুল হোসেনসহ কয়েক তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৫৫মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, সোহেল খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দী ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল মালেক, তার বাসা ছিল রাজধানীর খিলগাঁও ঠেকপাড়া মাতব্বর বাড়ি গলি ত্রিমোহনী এলাকায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত