গরিব-দুঃখীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মাওলানা ইব্রাহীম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১৩: ৩২
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৩: ৩৪

অসহায়, দুস্থ, গরীব ও তৃতীয় লিঙ্গের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন হাফেফ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।

বিজ্ঞাপন

গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪ দিন রাজধানীর কারওয়ান বাজার, বনশ্রী, জিয়া উদ্যান, পুরানা পল্টন, বাড্ডা, মগবাজার এলাকায় ব্যক্তি উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এ বিষয়ে হাফেফ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমি নিজ উদ্যোগ থেকে দুস্থদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তবে এর জন্য বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকেও সহায়তায় নিয়েছি।

তিনি বিলেন, অসহায়, দুস্থ, ছিন্নমূল, টোকাই, গরিব-দুঃখী, অন্ধ, বোবা ও বয়স্কদের মাঝে আল্লাহর কাছ থেকে নাজাতের আশায় এই সহযোগিতা করি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত