সুপেয় পানি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৮: ৪০

সুপেয় পানি নিশ্চিতকরণ ও ঢাকা ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির নেতৃবৃন্দরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, সুপেয় পানি সরবরাহের মূল দায়িত্বে থাকা প্রতিষ্ঠান হলো ওয়াসা। কিন্তু বাস্তবে এই প্রতিষ্ঠান এখনও পুরোপুরি নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে পারছে না। কিছু কর্মকর্তার জন্য প্রতিষ্ঠানটি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ছে। অনেক এলাকায় ওয়াসার পাইপলাইন পুরোনো ও মরিচা পড়ার ফলে ফুটো পাইপ দিয়ে নোংরা পানি, ময়লা বা ড্রেনের পানি ঢুকে যায়। কিন্তু তাতে কর্মকর্তাদের দৃষ্টি আটকায় না।

তারা বলেন, অদক্ষ ব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, খরচের অস্বচ্ছতা ও নজরদারির অভাব রয়েছে এই প্রতিষ্ঠানে। তাছাড়া অনেক জায়গায় পানি সরবরাহ অনিয়মিত এবং দ্রুত বর্ধমান জনসংখ্যা ও শহরের সম্প্রসারণের তুলনায় নতুন পানি শোধনাগার পর্যাপ্ত নয়। কিন্তু ওয়াসার কর্মকর্তাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা আছেন নিজেদের দুর্নীতি নিয়ে ব্যস্ত। বক্তারা বলেন, আমরা চাই এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ঢাকা বাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে যেন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,পিপলস পার্টির চেয়ারম্যান প্রফেসর সিদ্দকুর রহমান, ফেডারেল ডেমোক্রেটি পার্টির চেয়ারম্যান ড. এআর খান, এলিজা রহমান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত