প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্গত ভাসানচরকে আলাদা করার ষড়যন্ত্র চলছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন হাতিয়ার সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হাতিয়া দ্বীপ সমিতির সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম বলন, ২০১৬-১৭ সালের দিয়ারা জরিপ অনুযায়ী, ভাসানচরের ৬টি মৌজা—ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেউয়ার চর, হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত। ২০১৮ সালে চূড়ান্তভাবে এ রেকর্ড প্রকাশিত হয় এবং ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে ‘ভাসানচর থানা’ গঠন করা হয়।
প্রশাসনিক ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ডা. জাহেদুল বলেন, সম্প্রতি চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিস ২৩ মার্চ একটি প্রতিবেদন দেয়, যাতে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট তথ্য রয়েছে। প্রতিবেদনটি বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এতে ১৯২৯, ১৯৫৪ ও সাম্প্রতিক জরিপ ও গেজেট উপেক্ষা করা হয়েছে।
তিনি এই পদক্ষেপকে সুস্পষ্ট প্রশাসনিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাসানচরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা ভাসানচরকে হাতিয়ার অন্তর্ভুক্ত হিসেবেই স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক, যুবদলের কেন্দ্রীয় নেতা মো. কারিমুল হাই নাঈম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহ মিজানুল হক মামুন প্রমুখ।
নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্গত ভাসানচরকে আলাদা করার ষড়যন্ত্র চলছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন হাতিয়ার সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হাতিয়া দ্বীপ সমিতির সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম বলন, ২০১৬-১৭ সালের দিয়ারা জরিপ অনুযায়ী, ভাসানচরের ৬টি মৌজা—ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেউয়ার চর, হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত। ২০১৮ সালে চূড়ান্তভাবে এ রেকর্ড প্রকাশিত হয় এবং ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে ‘ভাসানচর থানা’ গঠন করা হয়।
প্রশাসনিক ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ডা. জাহেদুল বলেন, সম্প্রতি চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিস ২৩ মার্চ একটি প্রতিবেদন দেয়, যাতে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট তথ্য রয়েছে। প্রতিবেদনটি বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এতে ১৯২৯, ১৯৫৪ ও সাম্প্রতিক জরিপ ও গেজেট উপেক্ষা করা হয়েছে।
তিনি এই পদক্ষেপকে সুস্পষ্ট প্রশাসনিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাসানচরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা ভাসানচরকে হাতিয়ার অন্তর্ভুক্ত হিসেবেই স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক, যুবদলের কেন্দ্রীয় নেতা মো. কারিমুল হাই নাঈম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহ মিজানুল হক মামুন প্রমুখ।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৭ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৯ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
১১ ঘণ্টা আগে