রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট কর্মচারী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ০১
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ০২

রাজধানীর হাতিরঝিলে ওয়াবদা রোড বাগিচারটেক এলাকার সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সুমন (২৫) নামে ইন্টারনেট লাইনের এক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে রাত তিনটার দিকে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বোন ইভা জানান, আমার ভাই ইন্টারনেট লাইনের কাজ করে রাতে রামপুরা ওয়াবদা রোডের একটি চায়ের দোকানের সামনে বসেছিল এ সময় মুখোশধার ১২/১৫ জন মোটরসাইকেল যোগে এসে এলোপাথাড়ি গোলাগুলি করে । এতে আমার ভাইয়ের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য রাত তিনটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুতুমপুর গ্রামে মুজিবুরের রহমানের ছেলে। বর্তমানে রামপুরার ওয়াপদা রোডের দুই নম্বর গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকি। কি কারণে গোলাগুলি হয়েছে সে বিস্তারিত জানাতে পারেননি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, রামপুরার ওয়াপদা রোড় বাগিচার টেক এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত