হাতিরঝিলের ওয়ারলেস এলাকার একটি বাসা থেকে ভাইবোন দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। পুলিশের ধারণা, খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। দুই শিশুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, মোসলে উদ্দিন চৌধুরীর বড় মেয়ে আফরিদা চৌধুরী (১০) ও ছোট ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। তারা ওয়ারলেস মোড়ে ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে একটি বাসায় থাকতেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের শরীরে কোনো রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

