পল্লবীতে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৪

রাজধানীর পল্লবীর মিরপুর ১২ নম্বরে দৃর্বত্তের ছুরিকাঘাতে যুবক খুন। নিহতের নাম, মো. রিফাত খান (২১)। সোমবার দুপুর পৌনে ২ টার দিকে পুরাতন পল্লবী থানার সামনে সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনাট ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের বাবা সাগর খান বলেন, তার ছেলে রিফাত পূর্বে গার্মেন্টসে চাকরি করলেও কিছুদিন থেকে বেকার ছিলো। আগামী মাস থেকে গার্মেন্টসে চাকরির কথা চলছিলো। দুপুরে শেওড়াপাড়া তার কাজের পাওনা টাকা আনার জন্য বাসা থেকে বের হয়েছিল।

পথে পুরাতন পল্লবী থানার সামনে ৫-৭ জন যুবক তার রাস্তা আটকে মারধর করতে থাকে। ছেলে আমাকে ফোন দিয়ে বলে কয়েকজন যুবক আমাকে আটকিয়ে রেখেছে। পরে আমি সেখানে দ্রুত চলে যাই। ইতিমধ্যে আরো দুই মোটরসাইকেলে চার যুবক এসে ঐ যুবকরা বলতে থাকে রিফাতের সঙ্গে আমাদের হিসাব আছে; এই বলেই তার বুকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিতে গেলে পেছন থেকে আমার পিঠে ছুরিকাঘাত করে। এতে আমি আহত হই।

সেখান থেকে ছেলেকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বাবা আরো বলেন, কি কারণে, কেনো ছেলেকে হত্যা করেছে, সে বিষয়ে কিছুই জানেন না তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। রিফাত খান শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর সালদর গ্রামের মোঃ সাগর খানের ছেলে। বর্তমানে মিরপুর ১২ সেকশনের ডি ব্লকের ২৫ নম্বর রোডে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত