স্টাফ রিপোর্টার
১ আগস্ট ২০২৫। ১৯৫৬ সালের এই দিনে সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের খলিসাকুড়া গ্রামের পিতা ফরহাদ হোসেন ও মাতা মাহামুদা খাতুন -এর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছিলো একটি ফুটফুটে সুন্দর শিশু। নাম মোহন রায়হান।
শুক্রবার রাজধানীর বাংলামোটরে কবি মোহন রায়হানের ৬৯তম জন্মদিন উপলক্ষে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ ও জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাওল হার্ট সেন্টারে সিনিয়র কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ ইমনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সাংসদ ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, দেশের প্রখ্যাত সাংবাদিক, কবি ও বর্তমানে দৈনিক 'আমাদের সময়'-এর সম্পাদক আবু সাইদ খান, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, খ্যাতিমান গীতিকবি ও জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি কবি শহিদুল্লাহ ফরায়জী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কবি শাহাবুদ্দীন নাগরী,কবি শাহীন রেজা, কবি আসাদ কাজল,কবি নূরুন্নবী সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে আবু সাইদ খান বলেন, ‘‘আজীবন সংগ্রামী কবি মোহন রায়হান -এর জীবনের প্রতিটা অংশই একেকটা দৃষ্টান্ত। তার কবিতায় ফুটে ওঠে প্রেম, দ্রোহ, সংগ্রাম ও বিপ্লবের প্রতিচ্ছবি।"
নুরুল ইসলাম মনি বলেন, ‘‘কবি মোহন রায়হান-এর পরিচয় বলতে গেলে বলতে হয়, সব মিলিয়ে তিনি একজন মানুষ যেই মানুষটা সততা, আদর্শে ও পরোপকারীতায় পরিপূর্ণ। সাওল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। মোহন রায়হান সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। এই চেষ্টায় তিনি কতটা সফল হলেন তার চাইতেও গুরুত্বপূর্ণ তিনি বহু মানুষকে তৈরি করেছেন এবং নিজে একচুল পরিমাণও আদর্শের জায়গা থেকে সরে যাননি।"
রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘‘এই তেলমারা জাতিকে তেলমুক্ত করে সার্বিক সুস্থতার গ্যারান্টি দেয়া সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা কেবল মোহন রায়হানই করতে পারেন কারণ তিনি তার এর ৬৯ বছরের সংগ্রামী জীবনে সর্বদা আপোষহীন, সৎ ও আদর্শের সঙ্গে থেকেছেন।"
কবি মতিন বৈরাগী বলেন, ‘‘কবি মোহন রায়হান নজরুলের মতই সবসময় প্রাসঙ্গিক। তিনি ৭০-৮০ দশকের কবি হলেও তার লেখা এখনো লড়াই সংগ্রামে সাহস, শক্তি ও অনুপ্রেরণা দেয়।"
স ম শামসুল আলম বলেন, ‘‘মাত্র ৫০জন মোহন রায়হান যদি দেশের বিভিন্ন ক্ষমতায় আসিন থাকতো তবে দেশটা উন্নতির চরম শিখরে থাকতো। কেননা, মোহন রায়হান আজীবন আদর্শ, সততা ও আপোষহীনতার আরেক নাম।"
উল্লেখ্য, শৈশবেই কবি মোহন রায়হান অংশ নেন ৬৯ এর গণুভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা মোহন রায়হান স্বাধীনতা পরবর্তী সকল লড়াই সংগ্রাম আর অধিকার আদায়ের মিছিল মিটিংএ ছিলেন সোচ্চার, ছিলেন অগ্রসেনানি। সামরিক স্বৈরাচার এরশাদ পতনের ডাক দিয়ে গ্রেপ্তার হয়ে জেলে যান অসংখ্যবার। প্রতিষ্ঠা করেন সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন। যেগুলো সময়ের দাবিতে দেশের নানা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছে, জনমানুষের অধিকার আদায়ে রাজপথ থেকে মন্ত্রণালয় সবখানে থেকে সোচ্চার। ৯০ এর গণভ্যুত্থান থেকে শুরু করে সম্প্রতি ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই-২৪ গণভ্যুত্থানেও ছিলেন রাজপথের লড়াইয়ের সম্মুখে। যুগে যুগে তার জ্বালাময়ী বক্তৃতা, অনবদ্য লেখা শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছে লাখ লাখ মানুষের হৃদয়ে। বাংলা সাহিত্যে রেখেছেন অভাবনীয় ভূমিকা। বাংলা সাহিত্যে যুগে যুগে যতজন প্রথিতযশা কবি এসেছেন তার মধ্যে মোহন রায়হান এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বল জ্বল করবে অনন্তকাল ধরে। কবি মোহন রায়হান তার লেখনির মাধ্যমে স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি হিসেবেই পরিচিত।
১ আগস্ট ২০২৫। ১৯৫৬ সালের এই দিনে সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের খলিসাকুড়া গ্রামের পিতা ফরহাদ হোসেন ও মাতা মাহামুদা খাতুন -এর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছিলো একটি ফুটফুটে সুন্দর শিশু। নাম মোহন রায়হান।
শুক্রবার রাজধানীর বাংলামোটরে কবি মোহন রায়হানের ৬৯তম জন্মদিন উপলক্ষে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ ও জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাওল হার্ট সেন্টারে সিনিয়র কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ ইমনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সাংসদ ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, দেশের প্রখ্যাত সাংবাদিক, কবি ও বর্তমানে দৈনিক 'আমাদের সময়'-এর সম্পাদক আবু সাইদ খান, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য কবি মতিন বৈরাগী, খ্যাতিমান গীতিকবি ও জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি কবি শহিদুল্লাহ ফরায়জী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কবি শাহাবুদ্দীন নাগরী,কবি শাহীন রেজা, কবি আসাদ কাজল,কবি নূরুন্নবী সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে আবু সাইদ খান বলেন, ‘‘আজীবন সংগ্রামী কবি মোহন রায়হান -এর জীবনের প্রতিটা অংশই একেকটা দৃষ্টান্ত। তার কবিতায় ফুটে ওঠে প্রেম, দ্রোহ, সংগ্রাম ও বিপ্লবের প্রতিচ্ছবি।"
নুরুল ইসলাম মনি বলেন, ‘‘কবি মোহন রায়হান-এর পরিচয় বলতে গেলে বলতে হয়, সব মিলিয়ে তিনি একজন মানুষ যেই মানুষটা সততা, আদর্শে ও পরোপকারীতায় পরিপূর্ণ। সাওল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। মোহন রায়হান সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। এই চেষ্টায় তিনি কতটা সফল হলেন তার চাইতেও গুরুত্বপূর্ণ তিনি বহু মানুষকে তৈরি করেছেন এবং নিজে একচুল পরিমাণও আদর্শের জায়গা থেকে সরে যাননি।"
রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘‘এই তেলমারা জাতিকে তেলমুক্ত করে সার্বিক সুস্থতার গ্যারান্টি দেয়া সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা কেবল মোহন রায়হানই করতে পারেন কারণ তিনি তার এর ৬৯ বছরের সংগ্রামী জীবনে সর্বদা আপোষহীন, সৎ ও আদর্শের সঙ্গে থেকেছেন।"
কবি মতিন বৈরাগী বলেন, ‘‘কবি মোহন রায়হান নজরুলের মতই সবসময় প্রাসঙ্গিক। তিনি ৭০-৮০ দশকের কবি হলেও তার লেখা এখনো লড়াই সংগ্রামে সাহস, শক্তি ও অনুপ্রেরণা দেয়।"
স ম শামসুল আলম বলেন, ‘‘মাত্র ৫০জন মোহন রায়হান যদি দেশের বিভিন্ন ক্ষমতায় আসিন থাকতো তবে দেশটা উন্নতির চরম শিখরে থাকতো। কেননা, মোহন রায়হান আজীবন আদর্শ, সততা ও আপোষহীনতার আরেক নাম।"
উল্লেখ্য, শৈশবেই কবি মোহন রায়হান অংশ নেন ৬৯ এর গণুভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা মোহন রায়হান স্বাধীনতা পরবর্তী সকল লড়াই সংগ্রাম আর অধিকার আদায়ের মিছিল মিটিংএ ছিলেন সোচ্চার, ছিলেন অগ্রসেনানি। সামরিক স্বৈরাচার এরশাদ পতনের ডাক দিয়ে গ্রেপ্তার হয়ে জেলে যান অসংখ্যবার। প্রতিষ্ঠা করেন সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন। যেগুলো সময়ের দাবিতে দেশের নানা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছে, জনমানুষের অধিকার আদায়ে রাজপথ থেকে মন্ত্রণালয় সবখানে থেকে সোচ্চার। ৯০ এর গণভ্যুত্থান থেকে শুরু করে সম্প্রতি ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই-২৪ গণভ্যুত্থানেও ছিলেন রাজপথের লড়াইয়ের সম্মুখে। যুগে যুগে তার জ্বালাময়ী বক্তৃতা, অনবদ্য লেখা শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছে লাখ লাখ মানুষের হৃদয়ে। বাংলা সাহিত্যে রেখেছেন অভাবনীয় ভূমিকা। বাংলা সাহিত্যে যুগে যুগে যতজন প্রথিতযশা কবি এসেছেন তার মধ্যে মোহন রায়হান এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বল জ্বল করবে অনন্তকাল ধরে। কবি মোহন রায়হান তার লেখনির মাধ্যমে স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি হিসেবেই পরিচিত।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে