উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৪: ৩২
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫: ২৪

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস এতথ্য নিশ্চিত করেছে। সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানিয়েছেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

লিমা খান আরো বলেন, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়ীতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিমানটি পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত