আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এলডিসি থেকে উত্তরণে চার দফা দাবি নাগরিক উদ্যোগ ও ওয়াচ-বিডির

স্টাফ রিপোর্টার

এলডিসি থেকে উত্তরণে চার দফা দাবি নাগরিক উদ্যোগ ও ওয়াচ-বিডির

পাঁচ দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় আছে বাংলাদেশ।এলডিসিতে থাকা দেশগুলো মূলত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পিছিয়ে থাকা দেশ। এর থেকে উত্তরণে চার দফা দাবি দিয়েছে নাগরিক উদ্যোগ ও ওয়াচ-বিডি নামের দুইটি সংগঠন।

বুধবার বেলা এগারোটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।

বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, এলডিসি থেকে উত্তরণ হলে অনেকেই বলছেন যে বিদেশে আমাদের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। কিন্তু এলডিসি থেকে বের হলে উন্নত দেশগুলো বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্যে বাড়তি কর বসাবে এবং বাংলাদেশের উন্নয়নে যে সহযোগিতা বিভিন্ন সংস্থার মাধ্যমে করা হতো সেটা থেকে বঞ্চিত হবো।

চার দফা দাবি

১. ৩১ অক্টোবর ২০২৫ তারিখে জাতিসংঘের সিপিডিতে বাংলাদেশ সরকার যে এলডিসি গ্রাজুয়েশনেড প্রস্তুতি বিষয়ক প্রতিবেদন দিবে, তার আগে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী,তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিক, ঔষধ শিল্প ও অন্যান্য শিল্প প্রতিনিধি ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে উন্মুক্ত ও অংশগ্রহণমূলক সভা করতে হবে এবং মতামত প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আলোচনা ছাড়া কিছু ব্যক্তির মতামত নিয়ে এই প্রতিবেদন প্রস্তুতির জমা দেওয়া যাবে না।

২. দেশের সেক্টর ওয়াইজ শিল্প, স্থানীয় শিল্পের প্রযুক্তিগত সক্ষমতার বাজার সুরক্ষা, সম্প্রসারণ না করে উন্নয়নশীল সক্ষমতার রিপোর্ট দেওয়া যাবে না। পাশাপাশি সরকারের সুষ্ঠু বাজার নিয়ন্ত্রণ ও জনসেবা ( স্বাস্থ্য, সেবা,কৃষি ও জলবায়ু) প্রযুক্তি পণ্যের জন-বান্ধব পলিসি, জবাবদিহিতা ও অঙ্গিকার নিশ্চিত না করে উন্নয়নশীল হবার প্রস্তুতি নেওয়া যাবে না।

৩. এলডিসি গ্রাজুয়েশনের আগে এবং গ্রাজুয়েশনের সকল ইতিবাচক ( যদি থাকে) ও নেতিবাচক প্রভাবসমূহ কিভাবে বাংলাদেশের কৃষি, শিল্প ও অন্যান্য খাতে প্রভাব বিস্তার করবে এবং সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, সে বিষয়ে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে একটি জাতীয় কৌশলপত্র প্রণয়ন করতে হবে।

৪. শুধু মর্যাদার কথা বলে তাড়াহুড়া করে এলডিসি গ্রাজুয়েশন করার তোড়জোড় বন্ধ করতে হবে, এই বিষয়ে সরকারের পরিষ্কার অবস্থান প্রকাশ করতে হবে। একেকজন একেক রকম কথা বলা বন্ধ করতে হবে।

এলডিসি গ্রাজুয়েশন করে আমরা মর্যাদা ছাড়া উন্নতির কোন সুবিধা পাব না। কিন্তু এই মর্যাদা পাবার জন্য যে বিলিয়ন ডলারের সুবিধা হারাবো, তা কিভাবে পূরণ করা হবে তার পরিপূর্ণ কৌশল আমাদের নির্ধারণ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন