রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক মুদি দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর বড় গ্রাম মাতাব্বর বাজার এলাকার আশরাফাবাদ হাইস্কুলের সামনে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. রানা জানান, রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা রকিকে দেখে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
নিহত রকির বাবা আবু সাঈদ বলেন, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। রকি কামরাঙ্গীরচরে একটি মুদি দোকানে কাজ করতেন। তিনি খবর পান ছুরিকাঘাতের পর রকিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের দুই উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


ডাক্তার ও ওষুধ সংকটে ব্যাহত চিকিৎসাসেবা