আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাইলট অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্ব পেলেন যারা

স্টাফ রিপোর্টার
পাইলট অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন সাদাত জামিল।

মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দিপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মহসিন কামাল, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।

বাপা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (ইফালপা) এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সাঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন