আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

পনি চৌধুরী, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নাসিরনগর প্রেস ক্লাবের সামনে নাসিরনগর আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

দৈনিক আমার দেশ-এর চাতলপাড় বন্দর প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনির সঞ্চালনায় ও নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব, সাবেক সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি চন্দন দেব, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক প্রেনবীজ-এর প্রতিনিধি প্রদীপ কুমার, আমার বার্তার প্রতিনিধি জিয়া চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি রাকিব চৌধুরী, দৈনিক দেশ বুলেটিং প্রতিনিধি মামুন আহমেদ, দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি সুমন গোপ, চেতনা বাংলাদেশ-এর প্রতিনিধি ইয়াছিন চৌধুরী।

উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, নাসিরনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক এমএ বাক্কি, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন খান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব খাইরুল বাশার রনি, মনির তালুকদার, আতাউর রহমান তুহিন, ছোয়াব খান, মামুন আহমেদ, রনি, মনির, জাকির হোসেন, শরীফ নেওয়াজ, জসীম, কুদ্দুস, তোফাজ্জল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মোস্তফা কামালকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে পরবর্তী সময়ে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করার আন্দোলন শুরু হবে বলে মানববন্ধনে জানান বক্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন