আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিহ্যাব ফেয়ার ২০২৫

আমার দেশ অনলাইন

রিহ্যাব ফেয়ার ২০২৫

রিহ্যাব ফেয়ার-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট-ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ উপস্থিত রিহ্যাব নেতৃবৃন্দ আস্সালামু আলাইকুম। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাস আমাদের আত্মত্যাগ, সাহস ও গৌরবময় ইতিহাসের স্মারক। নানা বাধা, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় আমরা ধীরে হলেও দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছি। বিজয়ের এই মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের শ্রেষ্ঠ সন্তান সকল জীবিত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং সেই সাথে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর ছাত্র জনতা ও শহীদদের।

বিজ্ঞাপন

অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসেবে কাজ করছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহ্যাব। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার লক্ষ্যকে সামনে রেখেই তিন যুগেরও বেশি সময় ধরে নিরলস ভাবে কাজ করছে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠান সমূহ। আমাদের ধারাবাহিক কাজের কারণে অনেক নাগরিকের মৌলিক অধিকারের স্বপ্ন সফল হয়েছে। সাড়ে ৩ লক্ষের উপরে পরিবার নিজ ফ্ল্যাটের মালিক হয়েছেন। ঢাকায় নাগরিকদের নিজ ফ্ল্যাটের মালিকানা বাসা ভাড়ার ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা তৈরি করেছিল। শহরগুলোতে সুন্দর সুন্দর নান্দনিক ভবন তৈরি হচ্ছে আমাদের রিহ্যাব সদস্যদের সৃজনশীল স্থপতিদের মাধ্যমে। বর্তমানে আমাদের বেশ কয়েকজন রিহ্যাব সদস্য অল্প জায়গায় কনডোমোনিয়াম প্রজেক্ট তৈরি করেছেন। অনেকের এই কনডোমোনিয়াম প্রজেক্ট এর মান আন্তর্জাতিক পর্যায়ের। যেখানে এক সাথে অধিক সংখ্যক নাগরিক সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঢাকায় বা যে কোন জায়গায় একটা ফ্ল্যাট শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করে না, একটা সামাজিক অবস্থানও তৈরি করে। সেই সাথে নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। আমরা আবাসন ব্যবসায়ীরা বাকি নাগরিকদের জন্যও নানা ধরনের সুযোগ সুবিধা স¤পন্ন আবাসনের ব্যবস্থা করতে চাই। আমাদের সেই সুযোগ দিতে হবে। সেই সুযোগ টা হতে হবে বৈষম্যহীন এবং ন্যায্যতার ভিত্তিতে।

নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে দেখবেন, আমরা শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করছি না। অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছি। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২০০ এর অধিক লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫%। অর্ধকোটির অধিক শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের খ্যাদের যোগান দিয়েছে। আমাদের আবাসন সেক্টর থেকে আয়কৃত অর্থ পুনরায় বিনিয়োগ হচ্ছে অন্য উৎপাদনশীল সেক্টরে। ড্যাপের কারণে আবাসন খাত স্থবির হয়ে পড়েছিল।

দীর্ঘদিনের প্রতীক্ষিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এর গেজেট গত ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, ড্যাপের কারণে দীর্ঘ সময় ধরে আবাসন খাত মারাত্মক সংকটে পড়েছিল। পুরনো ড্যাপের জটিল ও অসামঞ্জস্যপূর্ণ নিয়মাবলীর কারণে নতুন আবাসন প্রকল্প অনুমোদন প্রক্রিয়া বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়েছিলো প্রকল্প স্থগিত বা সীমিত পরিসরে পরিচালনা করতে। এছাড়া, সাধারণ ক্রেতারা জমি ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে জটিলতার মুখোমুখী হয়েছেন। নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এ পুরনো জটিলতা ও বৈষম্য অনেকাংশে দূর করা হয়েছে। নতুন ড্যাপ ও বিধিমালা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আবাসন খাতকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে।

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন' রিহ্যাব ফেয়ার-২০২৫' এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে ২৫ বছর ধরে সফল ভাবে রিহ্যাব ফেয়ারের আয়োজন করে আসছি আমরা। এবছরের মেলা আমাদের স্থবিরতা কাটাতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। ৩ দিন ছুটি থাকায় লোক সমাগম অনেক বাড়বে। আশা করছি এবার আমরা একটি সফল ফেয়ার উপহার দিতে পারবো। আমাদের সদস্য প্রতিষ্ঠান ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে কার্যকর ও টেকসই সেতুবন্ধন তৈরিতে রিহ্যাব ফেয়ার একটি অনন্য ও অপরিহার্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়; এটি ক্রেতা ও ডেভেলপারদের সরাসরি সংযোগ স্থাপনের একটি বিশ্বাসযোগ্য মাধ্যম। একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের প্রকল্প মান, অবস্থান, সুযোগ-সুবিধা ও বিনিয়োগ সম্ভাবনা তুলনামূলকভাবে যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া অন্য কোথাও পাওয়া প্রায় অসম্ভব।

বর্তমান সময়ের জীবন সংগ্রামের ব্যাস্ততায় সবাই সময়ের তীব্র সংকটে ভুগছি। প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা আলাদা গিয়ে খোঁজ নেওয়া, তথ্য সংগ্রহ করা কিংবা সিদ্ধান্তে পৌঁছানো অনেকের পক্ষেই সম্ভব হয় না। সেই বাস্তবতায় বিবেচনায় রেখেই রিহ্যাব ফেয়ার ক্রেতাদের জন্য এক ছাদের নিচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ব্যবস্থা করেছে। সীমিত সময়ের মধ্যেই যেন একজন ক্রেতা তার প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পেতে পারেন সেটিই এই ফেয়ারের অন্যতম প্রধান লক্ষ্য।

এই ফেয়ারে শুধু ফ্ল্যাট বা প্লট কেনাবেচার সুযোগই নয়, বরং গৃহঋণ সুবিধা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, এবং বাড়ি নির্মাণে ব্যবহৃত আধুনিক ও মানসম্মত বিভিন্ন উপকরণও সরাসরি দেখার ও যাচাই করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা। ফলে একটি আবাসন কেনার সঙ্গে সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একই জায়গায় বসেই নেওয়া সম্ভব হবে।

রিহ্যাব ফেয়ার ক্রেতাদের জন্য এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করবে, যেখানে তারা তাদের সাধ্যের মধ্যে, আবার স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে পারবেন সহজেই। নানান বিকল্প, মূল্য তুলনা, মান যাচাই এবং বিশেষ ছাড় ও অফারের মাধ্যমে এই ফেয়ার ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে করবে আরও সহজ, বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য। যারা ফ্ল্যাট বা প্লট কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য রিহ্যাব ফেয়ার একসাথে অসংখ্য সুযোগ ও সুবিধার সমাহার।

২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৭তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে ১৬ টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালীর রোম, কানাডা, সিডনী, কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি "রিহ্যাব হাউজিং ফেয়ার" সফল ভাবে সম্পন্ন হয়েছে। এই সকল ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পেয়েছেন। আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের অবহিত করা যাচ্ছে যে, রিহ্যাব আগামী ২৪-২৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকাতে "রিহ্যাব ফেয়ার-২০২৫" আয়োজন করেছে। এবারের ফেয়ারে স্টল থাকছে ২২০টি। এই ফেয়ারে আমরা ৪টি ডায়মন্ড স্পন্সর, ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১২টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি।

রিহ্যাব ফেয়ার ২০২৫ এ ডায়মন্ড স্পন্সর হিসিবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিঃ, ইস্টার্ণ হাউজিং লিঃ, শেলটেক লিঃ ও ট্রপিক্যাল হোমস লিঃ। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিঃ, ক্রিডেন্স হাউজিং লিঃ, নাভানা রিয়েল এস্টেট লিঃ, পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ, র‌্যানকন রিয়েল এস্টেট লিঃ, র‌্যাংস প্রপার্টিজ লিঃ ও নর্থসাউথ কনসোর্টিয়াম লিঃ।

এছাড়া কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছে সর্বমোট ১০ টি প্রতিষ্ঠান।

কো-স্পন্সর প্রতিষ্ঠান সমূহ নিম্নরূপ

১. আনোয়ার ল্যান্ডমার্ক লিঃ

২. এ্যাশিউর ডেভেলপমেন্ট এ্যান্ড ডিজাইন লিঃ

৩. কমপ্রিহেনসিভ হোল্ডিংস লিঃ

৪. কিউব হোল্ডিং লিঃ

৫. অনওয়ার্ড ডেভেলপমেন্ট লিঃ

৬. প্লাটিনাম হোল্ডিংস লিঃ

৭. সেনা কল্যান কনস্ট্রাকশনস এ্যান্ড ডেভেলপমেন্টস লিঃ

৮. দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ

৯. সুবর্ণ ভূমি হাউজিং লিঃ

১০. টিএম এ্যাসেট লিঃ

রিহ্যাব ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অধিবেশন-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজউক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ) এর চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসী বেগম। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার বেলা ১১.০০টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনী অধিবেশনের পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকেটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের জন্য কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর কাজে ব্যয় করা হবে। এন্ট্রি টিকেটের র‌্যাফেল ড্র তে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। বিগত বছর এর মত মেলার শেষে প্রতিদিন রাত ৯:০০টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র তে ৫ দিনেই থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রতিটি টিকেটের সাথে থাকবে ফ্রি রিফ্রের্শমেন্ট এর ব্যবস্থা।

সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা সবসময় অনুপ্রাণিত ও সমৃদ্ধ হচ্ছি। আমরা সব সময়ই আপনাদের সহযোগিতা পেয়ে আসছি। এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত সময়ে আমাদের সকল ফেয়ারের প্রচার ও প্রসারে সার্বিক সহযোগিতা করে আপনারা আমাদেরকে সামনে চলার প্রেরণা যুগিয়েছেন। সাংবাদিকরা সবসময় সমাজের তথ্য প্রবাহের মাধ্যমে অর্থনৈতিক প্রসারের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। বিগত ফেয়ারের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যে অকুণ্ঠ সমর্থন প্রদান করেছেন, আপনাদের সে ভূমিকার প্রতি রিহ্যাব গভীরভাবে শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যে, রিহ্যাব ফেয়ার-২০২৫ এর প্রচারেও আপনাদের সার্বিক সহযোগিতা পাবো।

পরিশেষে, রিহ্যাব ফেয়ার ২০২৫ এর সার্বিক প্রচারণায় আপনাদের আন্তরিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন