সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) তিনি ব্যক্তিগতভাবে এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ অবস্থান এবং ফ্যাসিবাদী শাসনামলে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ন্যায় ও দেশের প্রতি দায়িত্ববোধ তাঁকে দেশের জনমানুষের কাছে আপোষহীন ও সর্বজনগ্রাহ্য এক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাতির কল্যাণে বিভিন্ন সময় তাঁর সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ও গণআকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

