আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের ১ম ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের ১ম ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসির ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সকল শাখা, উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘১ম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।

আজকের ব্যবস্থাপক সম্মেলন একযোগে সারা বাংলাদেশে পূবালী ব্যাংকের সকল অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমাদের প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। ব্যাংকের ৬৭ বছরের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।-সংবাদ বিজ্ঞপ্তি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন