আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

আমার দেশ অনলাইন

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সারাহ রিসোর্টে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২৩ ও ২৪ জানুয়ারি।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।

বিজ্ঞাপন

ম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের শেষে এসবিএসি ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ কোটি টাকা, আর ঋণ ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।

চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। কোনো তারল্য সংকটে পড়েনি। তিনি সুশাসন, নিয়মাচার পরিপালন, আমানত সুরক্ষা এবং কৃষি, এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণে অগ্রাধিকারের ওপর গুরুত্ব দেন।

ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুল কবীর জানান, বর্তমানে ব্যাংকের ৯০টি শাখা, ৩২টি উপশাখা ও ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে সারা দেশে সেবা কার্যক্রম চালু রয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া। ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরাও সম্মেলনে অংশ নেন।-বিজ্ঞপ্তি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন