আসন্ন বড়দিন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে রাজধানীর ২১টি গির্জায় প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
বড়দিনকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজন, সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এবং সম্প্রদায়ের সার্বিক প্রস্তুতিতে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
বড়দিন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘শহরের সকল ধর্মের মানুষ যেন নিরাপদে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই শহরকে বহুসংস্কৃতির একটি মানবিক নগরীতে পরিণত করতে চাই, যেখানে যে কোনো ধর্ম ও সংস্কৃতির মানুষ নির্ভয়ে, নিশ্চিন্তে বাস করতে পারবেন। এভাবেই আমরা এই নগরকে ন্যায্য ও সমতার নগর হিসেবে গড়ে তুলতে চাই।‘
তিনি আরও বলেন, ডিএনসিসি নাগরিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অত্যন্ত মূল্য দেয়। এরই ধারাবাহিকতায় বড়দিনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোতে বাস্তবসম্মত সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে ঈদ ও দুর্গাপূজা উপলক্ষেও ডিএনসিসির পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

