পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি করলেন হাজী সেলিম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৩: ৪৫
আপডেট : ০৫ মে ২০২৫, ১৪: ০৭

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহবাগ থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে।

বিজ্ঞাপন

সোমবার সকালে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিদের সাথে তাকে কাঠগড়ায় তোলা হয়।

এ সময় তার হাতে পত্রিকার একটি পাতা দেখা যায়। কিছুক্ষণ পর এক পুলিশ সদস্য পত্রিকার পাতাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন হাজী সেলিম। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি।

এরপর আদালত উঠলে গ্রেফতার দেখানো শুনানি শুরু হয়। শুনানি শেষে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার দেখানো শেষে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি শুরু করেন হাজী সেলিম। পরে তিনি শান্ত হলে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তার মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত