রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র, নিয়োগ-টেন্ডারে অনিয়মের খোঁজে দুদক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫০

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে ২০ জন দেশি কর্মকর্তা থাকার কথা। কিন্তু, সক্ষমতার অজুহাতে সে নিয়ম মানা হয়নি।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, এনফোর্সমেন্ট দল অভিযোগের সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদক জানিয়েছে, গত ২৭ জুন যন্ত্রপাতি লুটপাট, বাংলাদেশি ও ভারতীয় কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্যসহ আরও কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতে বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট দল। বাগেরহাট জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের রামপাল অফিস (মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট) ও ঢাকা অফিসে মোট ৫২৪ জন কর্মকর্তা কর্মরত আছেন।

এর মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি কর্তৃক নিয়োজিত কর্মকর্তা রামপাল অফিসে ৩০ জন এবং ঢাকা অফিসে ৬ জন, অর্থাৎ মোট ৩৬ জন।

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে ২০ জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও সক্ষমতার অজুহাতে এ নিয়ম মানা হয়নি। অথচ বিপিডিবি থেকে লিয়েনে সক্ষম কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব ছিল।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০১০ সালে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিআইএফপিসিএল ও বিপিডিবির মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয় ২০১৩ সালে। ওই বছরই জমি অধিগ্রহণ, ভরাট ও সড়ক নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধে পরিবেশবীদরা দীর্ঘদিন আন্দোলন করলেও তৎকালীন আওয়ামীলীগ সরকার কোনো কর্ণপাত করেনি। যারাই এর বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে তাদেরই বেধড়ক পিটিয়েছে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত