যাত্রাবাড়ীতে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৯: ১১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম-নুর জোহার (৪০)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

বিজ্ঞাপন

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, রবিবার রাত আনুমানিক সোয়া ৯ টায় যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

জানা যাচ্ছে, রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আরকে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আরকে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০০ পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা এনে বিক্রি করে আসছিলো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত