বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে বসুন্ধরার চেয়ারম্যানের আবেদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৫: ২৭

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকা দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারে চেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পরিবারের ৫ সদস্য বিদেশ যেতে আদালতে অনুমতি চেয়েছেন। আবেদন করা অন্যরা হলেন, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন আহমেদ আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক খোরশেদ আলম শুনানি করেন। এসময় তার সঙ্গে ছিলেন ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকসহ বেশ কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী।

দুদকের পক্ষে আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আগামী ২৬ অক্টোবর তাদের বিদেশ গমনের বিষয়ে আনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে শুনানির জন্য ধার্য করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, সাফওয়ানের আগে গত বছরের ডিসেম্বরে বিদেশ যেতে চাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান ও আরেক ছেলে

সাফিয়াত সোবহান সানভীর। তাদের বিষয়েও আনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য রয়েছে।

এর আগে গত বছরের ২১ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ও গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ এ পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। যাদের নামে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় তারা হলেন -আহমেদ আকবর সোবহান ওরফে শাহে আলম, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রী সাবরিনা সোবহান, আরেক ছেলে সাদাত সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান এবং আরও দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, রূপান্তরসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারার অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এজন্য অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। তারা দেশত্যাগের পরিকল্পনা করেছেন এমন প্রেক্ষাপটে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করার আবেদন করে দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন। শুনানি শেষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত