তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১১: ৩৩
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা পৃথক তিনটি রিভিউ আবেদন শুনানি ৮ মে দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এদিন নির্ধারণ করেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকর হক, সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আবেদন করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত