কদমতলীতে যুবককে হত্যার দায়ে আসামি অনিকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭: ২৮

রাজধানীর কদমতলীতে সাজেদুর রহমান সাজু নামে এক যুবককে গুলি করে হত্যার দায়ে আসামি অনিক হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ২৩ জানুয়ারি কদমতলীর খোরশেদ আলী সরদার রোড়ের বুড়ির বাড়ীর মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম সাজেদুর রহমান সাজুকে গুলি করে ও কুপিয়ে জখম করে আসামি অনিকসহ ৭ থেকে ৮ জন। আহত অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা সাইদুর রহমান সাঈদ কদমতলী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অনিককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৫ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে এ মামলায় ১০ জন সাক্ষীর আদালতে সাক্ষ্য দেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত