আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ যুবক হত্যা

সাবেক আইজিপি শহীদুল হকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার
সাবেক আইজিপি শহীদুল হকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ ট্রাইব্যুনালের

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ নিরীহ তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যা মামলার ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন। আগামি ২০, ২১ ও ২২ এপ্রিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। বাকিরা হলেন— ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

গত ২৪ মার্চ পুলিশের সাবেক এই তিন কর্মকর্তাকে জাহাজবাড়ি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। তখন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, তদন্ত সংস্থার সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে যে, এই তিন পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকাণ্ড হয়েছে।

উল্লেখ্য, আমার দেশের এক অনুসন্ধানী নিউজে জাহাজবাড়িতে ৯ নিরীহ যুবক হত্যার ভয়াবহ ঘটনার প্রকৃত ঘটনা উঠৈ আসে। যার ফলে পরবর্তীতে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন