ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহিদুলসহ ১৫ জন
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২: ২২

জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমে ১১ জন এবং পরে ৪ জনসহ মোট ১৫ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয়েছে।
এর মধ্যে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরসহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে পুলিশের সাবেক আইজিপি শহিদুল হকসহ চার জনকেও ট্রাইবুনালে হাজির করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com