পতিত আওয়ামী লীগের শাসনামলে গুমের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
রোবাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন প্রসিউকিউশনের পক্ষে শাইখ মাহদী মামলার অগ্রগতি তুলে ধরে সময় বাড়ানো আরজি জানান। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে সময় ২ মাস সময় বাড়িয়ে দেন।

