আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুমের মামলায়

জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ফেব্রুয়ারি

পতিত আওয়ামী লীগের শাসনামলে গুমের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

রোবাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিন প্রসিউকিউশনের পক্ষে শাইখ মাহদী মামলার অগ্রগতি তুলে ধরে সময় বাড়ানো আরজি জানান। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে সময় ২ মাস সময় বাড়িয়ে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন