চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলা

সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৩: ৫৫
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ০২

চট্টগ্রামে জুলাই আন্দোলনে ওয়াসিমসহ ৩ জনকে হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম চান্দগাঁও থানার হত্যা মামলা বর্তমানে জেলে রয়েছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় শহীদ মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুক নিহত হওয়ার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এছাড়া জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে ২৫টির বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এ মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরী কারাগারে আছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত