পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২২: ০৮

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পরিচালিত প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়র জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। আত্মসাৎ করা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত