গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১: ২২
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলায় রিমান্ডের আদেশ দেয়া হয়।

বিজ্ঞাপন

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল সাকীব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বিজিবি। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত