আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে

আমার দেশ অনলাইন
গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলায় রিমান্ডের আদেশ দেয়া হয়।

বিজ্ঞাপন

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল সাকীব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বিজিবি। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন