শরীয়তপুরে দেলোয়ার হত্যা: ৫ আসামির ফাঁসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২০: ৫৬

শরীয়তপুরের পালং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার করার অভিযোগে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আজ (বৃহস্পতিবার) পাঁচ আসামিকে ফাঁসির দিয়ে রায় ঘোষণা করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেন ও দুলাল সরদার স্থানীয় সুবচনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পশ্চিম চররোসুদ্ধির পাকা রাস্তায় পৌঁছালে অটোরিকশার গতিরোধ করেন আসামিরা। এরপর দেলোয়ারকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় দুলাল সরদার বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্নি পারভীন আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করে দুষ্কৃতিকারীরা।

পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সালাম সরদার একটি হত্যা মামলা দায়ের করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত