স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের পালং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার করার অভিযোগে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আজ (বৃহস্পতিবার) পাঁচ আসামিকে ফাঁসির দিয়ে রায় ঘোষণা করেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেন ও দুলাল সরদার স্থানীয় সুবচনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পশ্চিম চররোসুদ্ধির পাকা রাস্তায় পৌঁছালে অটোরিকশার গতিরোধ করেন আসামিরা। এরপর দেলোয়ারকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় দুলাল সরদার বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্নি পারভীন আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করে দুষ্কৃতিকারীরা।
পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সালাম সরদার একটি হত্যা মামলা দায়ের করেন।
শরীয়তপুরের পালং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার করার অভিযোগে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আজ (বৃহস্পতিবার) পাঁচ আসামিকে ফাঁসির দিয়ে রায় ঘোষণা করেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেন ও দুলাল সরদার স্থানীয় সুবচনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পশ্চিম চররোসুদ্ধির পাকা রাস্তায় পৌঁছালে অটোরিকশার গতিরোধ করেন আসামিরা। এরপর দেলোয়ারকে নামিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় দুলাল সরদার বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্নি পারভীন আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করে দুষ্কৃতিকারীরা।
পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সালাম সরদার একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে বদিউল মজুমদারের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১২ জন বিচারপতি এ মামলাটি শুনেছেন।...
২ ঘণ্টা আগেআইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
৫ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৫ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৭ ঘণ্টা আগে