পদত্যাগ করলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৪: ৫৮
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৫: ০৩
হাসানুল বান্না

শারীরিক অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না পদত্যাগ করেছেন। চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপূর্বক অব্যাহতির আবেদনে এ কারণ উল্লেখ করেন তিনি।

চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হাসানুল বান্না দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত আছেন। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এ জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

চলতি বছর পহেলা জানুয়ারিতে হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত