আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদত্যাগ করলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না

স্টাফ রিপোর্টার

পদত্যাগ করলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না
হাসানুল বান্না

শারীরিক অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না পদত্যাগ করেছেন। চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপূর্বক অব্যাহতির আবেদনে এ কারণ উল্লেখ করেন তিনি।

চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হাসানুল বান্না দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত আছেন। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এ জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

চলতি বছর পহেলা জানুয়ারিতে হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন