হত্যা মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০২

রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর কড়া পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২ সেপ্টেম্বর সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আসাদুর রহমান। ওইদিন আদালত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় গত ৬ জুলাই রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত