আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যা মামলায় শাজাহান খান ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
হত্যা মামলায় শাজাহান খান ৪ দিনের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গুলিতে রফিকুল ইসলাম নামের এক যুবক নিহতের মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে তাকে ৫ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শফিউল আলম।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

মামলায় অভিযোগ, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল। এ ঘটনায় গত বছরের ২৭ সেপ্টেম্বর নিহতের মামা লুৎফুর রহমান বাদী হয়ে মামলা করেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন