নির্বাচনে ফরহাদের অংশগ্রহণে কোনো বাধা নেই

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৯
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৮
ডাকসুতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই।

বুধবার বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের অংশগ্রহণ নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, সেখানে মামলার রুলই চলে না, সেখানে রিট পিটিশন কীসের। আদালত সেটি গ্রহণ করেছে এবং এর মাধ্যমে ফরহাদের প্রার্থীতা করতে কোনো বাধা নেই।

আইনজীবী শিশির মনির বলেন, কে দলের মতের সেটা বিবেচ্য বিষয় না। কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে এবং কে মানছে না; সেটাই বিবেচ্য বিষয়।

তিনি বলেন, ডাকসু নির্বাচন হতে বাধা নেই। এখানে ৪৭১ জন প্রার্থী অংশগ্রহণ করবে। ডাকসু স্থগিতে রিট আবেদন মোটেও চলনশীল নয়। কোনটা ঠিক এবং কোনটা ঠিক না- এই প্রশ্নে রিট হয় না। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এটাই তারাই দেখতে পারবে।

এর আগে মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়।

তার আগে সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। একই দিন ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত।

এদিন বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেন আদালত। চেম্বার আদালতের আদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত