বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৩০ জন বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৮: ০২

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত এ পরীক্ষায় অংশ নেন।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনা ও অসদোপায় অবলম্বনের অপরাধে লিখিত পরীক্ষার সময় অন্তত ৩০ জনকে বহিষ্কার করেছে বার কাউন্সিল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত ২৫ এপ্রিল বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করেছেন তারাই গতকাল শনিবারের পরীক্ষায় অংশগ্রহন করেন। ইতিপূর্বে ১৩ হাজার ২৫৮ জন এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন।  

উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত