
স্টাফ রিপোর্টার

রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রাইম সিভিল সোসাইটি আয়োজিত ‘গাজায় নরকীয় হত্যাকাণ্ড নির্বিকার মুসলিম বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত হয়েছেন।
আলোচনা সভায় আইনজীবী ও বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্ট মিলনায়নে। পর্যায়ক্রমে বক্তারা বক্তব্য রাখছেন।
সংগঠনটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সাবেক বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ. এম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অ্যাড. মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, লে. কর্ণেল ফেরদৌস আজিজ, মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ, অ্যাড. মনির হোসেন, মেহতাজ আহসান প্রমুখ।
প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে রক্তপাত শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। তখন থেকে ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসার জন্য সমালোচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র।
গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হাজারের বেশি মানুষকে হত্যা এবং প্রায় ২৫০ জনকে জিম্মিকে করে গাজায় নিয়ে আসে। এরপর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যাতে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রাইম সিভিল সোসাইটি আয়োজিত ‘গাজায় নরকীয় হত্যাকাণ্ড নির্বিকার মুসলিম বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত হয়েছেন।
আলোচনা সভায় আইনজীবী ও বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্ট মিলনায়নে। পর্যায়ক্রমে বক্তারা বক্তব্য রাখছেন।
সংগঠনটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সাবেক বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ. এম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অ্যাড. মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া, সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, লে. কর্ণেল ফেরদৌস আজিজ, মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ, অ্যাড. মনির হোসেন, মেহতাজ আহসান প্রমুখ।
প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে রক্তপাত শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। তখন থেকে ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসার জন্য সমালোচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র।
গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হাজারের বেশি মানুষকে হত্যা এবং প্রায় ২৫০ জনকে জিম্মিকে করে গাজায় নিয়ে আসে। এরপর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যাতে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে বদিউল মজুমদারের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১২ জন বিচারপতি এ মামলাটি শুনেছেন।...
২ ঘণ্টা আগে
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
৫ ঘণ্টা আগে
গত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৮ ঘণ্টা আগে