আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুরো রোজায় স্কুল ছুটি চেয়ে রিট

স্টাফ রিপোর্টার

পুরো রোজায় স্কুল ছুটি চেয়ে রিট

রমজানে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি দেয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার (২০ জানুয়ারি) অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন জমা দেন।

রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া হয় এবং পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডলের মতে, পুরো রমজানে মাদ্রাসাগুলো ছুটিতে থাকবে। অন্যদিকে রোজার প্রথম ১৮ দিন বিদ্যালয় খোলা রেখে তারপর ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ‘বৈষম্যমূলক’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন